শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ বাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৯, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

রমজানে নিত‌্যপ‌ণ্যের বাজার স্থি‌তিশীল রাখ‌তে  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলা‌মের নেতৃত্বে কু‌মিল্লা নগরীর টমছম ব্রিজ বাজার এলাকায় অ‌ভিযান প‌রিচা‌লনা করে  ৭ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার সকাল সা‌ড়ে দশটা থে‌কে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয।

এ সময় ওজ‌নে কারচূপি, বাটখারায় কারচূ‌পি, মূল‌্য তা‌লিকা প্রদর্শন না এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রি করার ম‌তো ভোক্তা অধিকার বিরোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় অ‌ধিদপ্ত‌রের প্রশাসনিক এখ‌তিয়া‌রে ১৩ হাজার টাকা  জরিমানা  আদায় করা হয়।

তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -‌বি‌ক্রেতা উভয়‌কে মাস্ক ব‌্যবহা‌রের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে উপজেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহযোগিতা করেন।

আর পড়তে পারেন