শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বোর্ডে জেএসসি পরীক্ষায় শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ৬১টি

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩০, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ৬১টি এবং একটি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাশ করতে পারেনি।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২ টায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বোর্ডে ২০১৬ সালে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৮টি, ২০১৫ সালে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৪৫টি, ২০১৪ সালে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫২৭ টি ও ২০১৩ সালে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩১৪ টি ।

উল্লেখ্য যে, এ বছর এ বোর্ডে ২ লক্ষ ৬১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১ লক্ষ ৬৪ হাজার ৪৫৬ জন। এ বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাশের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮ হাজার ৮৭৫ জন ।

আর পড়তে পারেন