রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

০৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষ্যে মতবিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৪, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

১৪ অক্টোবর শুক্রবার জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ইউনিসেফ বাংলাদেশের সহযোগীতায় ০৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষ্যে আদর্শ সদর উপজেলার ভূটুয়া চৌধুরীবাড়ী প্রাঙ্গনে কমিউনিটি ডায়ালগ/ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ তৈয়ব আলী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী মাহাতাব, উপ-সহকারী মেডিকেল অফিসার ডা: মোঃ আবু তাহের ও জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন ভূইয়া, ০৪,০৫ ও ০৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য লাকী আক্তার মহিলাসদস্য ও সমাজ সেবক মোঃ নূরুল আমিন চৌধুরী।

আর পড়তে পারেন