শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা তথ্য অফিসের উদ্যোগে চান্দিনায় ’এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২০, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে চান্দিনা উপজেলায় ’এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) চান্দিনা উপজেলার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও মুক্তিযুদ্ধের গল্প শুনান চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু তপন বকসী। মুক্তিযুদ্ধের গল্পে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদানের কথা তুলে ধরে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি গল্প বলেন।

কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক। এসো মুক্তিযুদ্ধের গল্প অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় মোট ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।

আর পড়তে পারেন