শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বোর্ডে শতভাগ অকৃতকার্য ২টি স্কুলই চৌদ্দগ্রামের

আজকের কুমিল্লা ডট কম :
মে ৪, ২০১৭
news-image

মো ঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ

কুমিল্লা শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফলে শতভাগ অকৃতকার্য দুইটি প্রতিষ্ঠানই চৌদ্দগ্রাম উপজেলায়। প্রতিষ্ঠান দুইটি উপজেলার জগন্নাথদিথী ইউনিয়নের পায়েরখোলা আর এম বি আর উচ্চ বিদ্যালয় ও চিওড়া ইউনিয়নের কে জি আহমেদ  বালিকা উচ্চ বিদ্যালয়। পায়েরখোলা বিদ্যালয় থেকে ৩২ জন পরীক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ নেয়। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ১৬, দুই বিষয়ে ৭, তিন বিষয়ে ৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। অপরদিকে চিওড়া কে জি আহমেদ  বালিকা বিদ্যালয় থেকে ২৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সবাই অকৃতকার্য হয়।
পায়েরখোলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্যে ১-১০ রুলের সবাই অতীতের সকল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে। এসব ভালো শিক্ষার্থীদের অকৃতকার্যের ঘটনায় তিনি হতাশা প্রকাশ করেন। এছাড়াও গনিতে সৃজনশীল প্রশ্নের কারনে এ বিষয়েই অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বলেও তিনি জানান।

আর পড়তে পারেন