শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা শহরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
মে ২১, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

শহরের চকবাজারের ধনেশ্বর হাউসের বাসিন্দা ওবায়দুল হাসান (৫৩) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তির এক ঘন্টা পর বুধবার ভোরে মারা গেছেন ।

নগরীর বজ্রপুর ইউসুফ হাই স্কুলের পূর্বপাশের বাসিন্দা, বিশিষ্ট সিমেন্ট ব্যবসায়ী ও সুয়াগাজীর রাহাত ফিলিং স্টেশনের মালিক আব্দুল কুদ্দুস মঙ্গলবার রাত আড়াইটায় কাশি জ্বর ও এজমা শ্বাসকষ্ট নিয়ে মারা যান। শেষের দিকে তিনি স্ট্রোক করেন। সদর দক্ষিণের পিপুলিয়ার হেমজুরা গ্রামে তাঁকে দাফন করা হয়।

১৯ মে দুপুরে শহরের চকবাজারের সফিক (৮০) হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান আইসোলেশনে থাকাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৩২ জন , সদরে ৯ জন , তিতাসে ১৪ জন, দাউদকান্দিতে ১৬ জন, বুড়িচংয়ে ১৬ জন, চান্দিনায় ২১ জন, দেবিদ্বারে ১০৯ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১০ জন, ব্রাহ্মণপাড়ায় ১১ জন, সদর দক্ষিণে ৬ জন, চৌদ্দগ্রামে ৩ জন ,মনোহরগঞ্জে ৭ জন, মুরাদনগরে ৭১ জন, হোমনায় ৪ জন, নাঙ্গলকোটে ১৩ জন, লালমাইয়ে ৩ জন ও লাকসামে ২৪ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৩৭২ জন।

আর পড়তে পারেন