শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা শিক্ষাবোর্ড ফল পুনঃনিরীক্ষণে ২৩৩ জনের ফল পরিবর্তন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২২, ২০১৭
news-image
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার বিভিন্ন বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১২ হাজার আবেদনকারীর মধ্যে ২৩৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। আবেদনকারীদের মধ্যে ফেল থেকে পাস করেছে ৯৫ জন পরীক্ষার্থী। মঙ্গলবার বিকালে এ ফলাফল প্রকাশ করা হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এ বছর বিভিন্ন বিষয়ে ১২ হাজার ৭০ জন শিক্ষার্থীর ৩৩ হাজার ৭৩৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন পড়েছিল। এসব আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২৩৩ জনের এবং এদের মধ্যে ইংরেজি বিষয়ে ৮৩ জন ও আইসিটিতে ৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৯৫ জন পরীক্ষার্থী। নতুন করে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ৬৯১ জন জিপিএ-৫ অর্জন করল।

আর পড়তে পারেন