বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদরে ডিশ ব্যবসায়ীর বাড়ি ভাংচুর, গর্ভবতী মহিলাসহ আহত ৩

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৩, ২০১৯
news-image

এম মহিঃ
কুমিল্লা সদরের পাচঁথুবী ইউনিয়নে এক ডিশ ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা। এ সময় তারা ওই ককটেল বিস্ফোরণ করে, তাদের হামলায়  গর্ভবতী মহিলাসহ তিনজন আহত হয়।

হামলাকারিদের দেশীয় অস্ত্রের কোপে আহত আবু তাহের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । আহত আবু তাহের ওই এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে।
রবিবার (১৩ জানুয়ারী) দুপুরে সদরের পাচঁথুবী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কেরানীনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

আহত ডিশ ব্যবসায়ী আবু তাহের জানান, আমরা অনেক বছর ধরে ডিশ ব্যবসা করি। বিগত কয়েক মাস ধরে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা এ ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য আমাদের উপর চাপ দিয়ে আসছে। এ ব্যবসাটি তারা করবে বলে আমাদের জানিয়েছে। পরে আমরা অসহায় বিধায় বলেছি , ডিশের যন্ত্রপাতিগুলোর মূল্য আমাদের দিয়ে দিলে এ ব্যবসা ছেড়ে দিবো । কিন্তু তারা মূল্যও দিবে না। এরই জের ধরে আজ দুপুরে প্রথমে জসিম, বাপ্পি, তানভীর ও ইয়াছিনসহ ৫/৬ আমাদের বাড়িতে এসে হুমকি দিলে স্থানীয় মহিলারা এগিয়ে আসলে তারা চলে যায়। এরপর আধা ঘন্টা পর তারা আরো ২০/২৫ জন নিয়ে এসে আমাদের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর করে। দুটি ককটেল বিস্ফোরণ করে। ডিশের সকল যন্ত্রপাতি নিয়ে যায়। তাদের হামলায় গর্ভবতী মহিলাসহ দুই জন মহিলা ও আমি আহত হই। পরে আমরা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে আসে। হামলাকারিরা হুমকি দিয়ে গেছে, যদি মামলা করি পরবর্তীতে বাড়িঘর উড়িয়ে দিবে।

এ বিষয়ে ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ তপন বকসী জানান, তেমন কিছু হয়নি। ডিশ ব্যবসা নিয়ে একটু হাতাহাতি হইছে। বড় কিছু না।

আর পড়তে পারেন