শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা-১ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সাথে জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীদের মতবিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৮, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুরের সাথে জনপ্রতিনিধি ও তৃণমূল নেতাকর্মীরা মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় দাউদকান্দি ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঘরোয়া ভাবে ‘জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীদের মুখোমুখি আওয়ামী লীগের প্রার্থী’ সভায় ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জনপ্রতিনিধিরা তৃণমূলের প্রাণ ও অন্যতম শক্তি। তাঁরাই সরকারের উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দেয়। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা দিয়েছেন শুধু তা বহন করে আপনাদের কাছে নিয়ে আসার জন্য। এই নৌকা জনতার। জনগণই সত্যিকারের ক্ষমতার মালিক। আপনাদের সাথে নিয়েই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এক ক্ষুদ্র কর্মী হিসেবে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

সভায় কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজি বলেন, জনপ্রতিনিধিদের আজকের এই উপস্থিতি প্রমাণ করে জনপ্রতিনিধিরা তাঁদের আস্থা, বিশ্বাস, ভালবাসা এবং কাঙ্ক্ষিত জননেতা পেয়েছেন। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থীকেই বাছাই করেছেন।

দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন বলেন, আওয়ামী লীগের কর্মী বা নেতা কখনোই স্বতন্ত্র প্রার্থী হতে পারে না। নৌকা মার্কার বিপরীতে নির্বাচন করা মানেই বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যাওয়া। সবাইকে আহবান করবো আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সাথে কাজ করতে।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও সাংবাদিক নেতা জাকির হাজারী বলেন, দীর্ঘদিন দাউদকান্দি তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝিমিয়ে ছিল। ইঞ্জিনিয়ার আবদুস সবুর আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ঝিমিয়ে পড়া তৃণমূল কর্মীরা আজ উচ্ছ্বাসিত ও উজ্জীবিত।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম কেরামত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল,সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক ছাত্তার তালুকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির নেওয়াজ সোহেল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার,দাউদকান্দি পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, জিংলাতলী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল আহমেদ, গোয়ালমারী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান প্রধান, সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম মিয়াজি, মারকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিল তালুকদারসহ দাউদকান্দির বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং পৌরসভার কাউন্সিলবৃন্দ।

আর পড়তে পারেন