শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে উপ-নির্বাচন ৭ অক্টোবর

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২, ২০২১
news-image

 

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে উপ-নির্বাচন আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৮৫তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার নির্বাচন ভবনে ভোটের এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী ১৪ সেপ্টেম্বর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি আগামী ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৯ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ আগামী ২০ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ আগামী ৭ অক্টোবর।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনটি শূণ্য হয়। সাবেক এ ডেপুটি স্পিকার পঞ্চমবারের মতো কুমিল্লা-৭ আসন থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছিলেন।

সংবিধান অনুযায়ী আগামী ২৭ অক্টোবরের মধ্যে এ আসনে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

আর পড়তে পারেন