শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমেকে আজ করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৪, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, করোনায় আক্রান্ত হয়ে ২ জন আর ৬ জন জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লার বরুড়ার ১ জন ও লাকসামের ১ জন।

এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন, চাঁদপুর জেলা শাহারাস্তি উপজেলার স্ত্রী নাজমা রহমান (৫০), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল করিম (৭৫), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জামাল উদ্দিন (৫৩), গোপালগঞ্জ জেলার লুৎফর নেছা (৬২), কুমিল্লা সদর উপজেলার আবদুল কাদের (৬০)। এছাড়া বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কুমেক হাসপাতালের মেডিকেলে বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১৬ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬২ জন ও করোনা উপসর্গ ৫৪ জন।

আর পড়তে পারেন