বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুসিক নির্বাচন ।। নগরীর ৩৮ হাজার সংখ্যালঘু ভোটার সংশয়ে

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২০, ২০১৭
news-image

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
কুমিল্লা মহানগরীতে প্রায় ৩৮ হাজার সংখ্যালঘু ভোটার রয়েছে। তাই এসব সংখ্যালঘু ভোটার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মূলত তারা সব সময় নৌকার পক্ষেই রায় দিয়ে থাকে। তবে এবার তারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। বেশিরভাগ ভোটারই সংশয়ে রয়েছেন। কারন নিজেদের নিরাপত্তা, তাদের এলাকার উন্নয়ন, আ’লীগের অর্ন্তকোন্দল এসব বিষয়গুলো নিয়ে সংশয়ে রয়েছেন সংখ্যালঘু ভোটাররা। ফলে ধানের শীষ এ ভোটব্যাংকে ভাগ বসাতে যাচ্ছে।
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার পালপাড়া, দেশওয়ালীপট্টি, ঋষিপট্টি,সংরাইশ, তেরিপট্টি, কাপড়িয়াপট্টি, ছাতিপট্টি, মুচিপট্টি,উনাইসার পল্লী, রাজাপাড়া, বাদুরতলা, বাগিচাগাঁও, কালিয়াজুড়ির শীলবাড়ি, মুরাদপুরের নবশুদ্রপাড়া, সংরাইশ, চকবাজার,তেলিকোনার সাহাপাড়া, শুভপুর, টিক্কাচর, দিগাম্বরীতলা, স্বর্ণপট্টি, মাটিয়ারা ও গোয়ালমথন এলাকাগুলো সংখ্যালঘুদের ঘাঁটি।
সরেজমিনে ঘুরে সংরাইশের বিভিন্ন হিন্দুদের সাথে কথা বলে জানা গেছে, তারা প্রার্থীদের কাছে কাজের প্রতিশ্রুতি চায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান, মেয়র প্রার্থী সাক্কু এখানে ভোট পাবে। সাক্কু তেমন কাজ না করলেও ক্ষতি করেনি। তবে সীমার বিষয়টি মাথায় আছে।
তেলিকোনার সাহাপাড়া এলাকায় সাক্কুর ভোট রয়েছে অনেক। তবে তারা বলছে, সীমা ভালো কাজের প্রতিশ্রুতি দিলে সীমাকে বেছে নিবো।
টিক্কাচর এলাকার হিন্দুরা বলছেন, যারা নৌকার পক্ষে সমন্বয়ের কাজ করছেন, তাদেরকে সক্রিয় মনে হচ্ছে না। মনে হচ্ছে তারা লোক দেখানো কাজ করছে। কেন্দ্রীয় আ’লীগের নেতাদের তাদের কাজ দেখাচ্ছেন। এর বেশি কিছু নয়। তাই আমরাও সংশয়ে রয়েছি।
কালিয়াজুড়ি শীলবাড়ির লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা সব সময় নৌকাকেই ভোট দেই। তবে এবার কাকে ভোট দিবো তা এখনই বলতে পারছি না। কারন আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। আর আ’লীগের অর্ন্তকোন্দলটাই আমাদের ভয়। কারে ভোট দিয়ে কার মনে আঘাত দেই।
ঋষিপট্টি এলাকার ভোটাররা সদর সাংসদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। এমপি বাহার যেই সিদ্ধান্ত দিবে, সেখানেই তাদের ভোট যাবে।
মাটিয়ারা ও গোয়ালমথন এলাকার হিন্দু ভোটাররা জানান, এই এলাকায় সাবেক মেয়র সাক্কু ড্রেন করে দিয়েছে। এতে আমাদের উপকার হয়েছে। তবে যে উন্নয়ন হওয়ার কথা সেটা হয়নি। তাই ধানের শীষ ও নৌকা প্রায় সমান ভোট পাবে এ এলাকাগুলোতে।
শুভপুর এলাকায় গত ৫ বছরে রাস্তা পাকাঁ হয়েছে । এতে তারা খুশি। তবে সীমার কাজের প্রতিশ্রুতি ও এমপি বাহারের নির্দেশই পারে নৌকার পক্ষে ভোট পড়ার বিষয়টি।
দেওয়ালীপট্টিতে এমপি বাহারের ঘাঁটি। সেখানে এমপি বাহারের নির্দেশ পেলে নৌকার পক্ষে সকল ভোট পড়বে। নতুবা এ জায়গায় ধানের শীষ বিশাল ভোট নিজেদের ভোটবাক্সে ভরবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, গতবার আফজল খানের পক্ষে সবাই মাঠে নামলেও নির্বাচনের আগের রাতে সমীকরণ পাল্টে যায়। অদৃশ্য ইশারায় সিংহভাগ ভোট চলে গেছে সাক্কুর ভোটব্যাংকে। তাই এবার নৌকার পক্ষে ভোট নিতে হলে ভোটের আগের রাত পর্যন্ত সর্তক থাকতে হবে। আর ঘরের অর্ন্তকোন্দল নিরসন করতে হবে।
সবগুলো হিন্দুপল্লীর ভোটাররা এখন দোটানায় রয়েছেন। তবে সব ছাপিয়ে আ’লীগের অর্ন্তকোন্দলটাই হিন্দু ভোটারদের কাছে প্রাধান্য পাচ্ছে। এমপি বাহার ও আফজল খান গ্রুপের অর্ন্তকোন্দল নিরসনই পারে নৌকার পক্ষে এ গোষ্ঠীর শতভাগ ভোট প্রয়োগ নিশ্চিত করতে ।
এ বিষয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক তাপস বকসী জানান, আমাদের হিন্দু ভোটাররা নৌকার পক্ষে রয়েছে। তবে কিছু এদিক-ওদিক হলেও, তারপরও প্রায় ৯০-৯৫ ভাগ ভোট নৌকার পক্ষে আসবে। এতে সন্দেহের কোন অবকাশ নেই।

আর পড়তে পারেন