শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ডাক্তারের চেম্বার বন্ধ করে দিলেন বাড়িওয়ালা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০২০
news-image

 

অনলাইন ডেস্কঃ

কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় এক স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ (গাইনি) চিকিৎসকের চেম্বার বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে।

ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ফাহমিদা আজিম কাকলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত চার বছর ধরে আমি ওই চেম্বারে প্র্যাকটিস করছি। কোভিড-১৯ এর সংক্রমণের আতঙ্কে অধিকাংশ চেম্বার বন্ধ হয়ে গেছে। আমি শুধুমাত্র জরুরি প্রসব করাচ্ছিলাম, পাশাপাশি প্রসূতিকালীন জটিলতায় সেবা দিচ্ছিলাম। হঠাৎ বাড়িওয়ালা জোর করে আমার চেম্বার বন্ধ করে দিয়েছেন।’

গতকাল বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে ভবনের মালিক এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান  বলেন, ‘এই সংকটের সময় প্রাইভেট প্র্যাকটিসে কোনো বাধা নেই। বরং ওই চিকিৎসকের সাহসী ভূমিকার জন্য তিনি প্রশংসার দাবিদার।’

বিষয়টি জানাজানি হওয়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে।

আর পড়তে পারেন