শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কে নিবে ছোট্ট শাহিদুলের পড়াশুনার দায়িত্ব ?

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১০, ২০১৭
news-image

এম.ডি আজিজুর রহমান, বরুড়া:

শাহিদুল, এক হতভাগা শিশু। এক জীবন সংগ্রামের নাম। কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাশ (উঃ) ইউনিয়নের মুগুজি গ্রামের দাসপাড়ার বাসিন্দা আবদুর রশিদের ছেলে শাহিদুল ইসলাম (৮)। মা বিউটি আক্তার মানুষের বাড়ি বাড়ি গিয়ে গৃহ পরিচারিকার কাজ করেন। শাহিদুল আর জাহিদুল ওরা দুই ভাই।
শাহিদুলের বাবার বাড়ি সিলেট, বাবা রশিদ মুগুজি দাসপাড়ায় ঘর জামাই হিসেবে শশুর বাড়িতে থাকতেন। তারা দুই ভাই বুঝ হওয়ার পর জানতে পারে বাবা রশিদ তাদের রেখে অন্যত্র চলে গেছেন। এরপর থেকে মা বিউটি আক্তার ও তারা দুই ভাইয়ের কোন খোজ খবর নেয় না। অভাবের সংসারের হাল ধরতে ছোট্ট শাহিদুল মানুষের দ্বারে দ্বারে গিয়ে সহযোগীতা চায় এবং বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কাছে চাউল ভিক্ষা চায়।
এভাবেই পরিবারে অন্ন যোগাতে সিংগভাগ ভূমিকা রাখছে শাহিদুল। বরুড়া পৌরসভা বাজারের একটি দোকানে তার সাথে দেখা হয়। তার কাছে দুপুরের খাবার খেয়েছো কিনা জানতে চাইলে ? বলে না। চাউল নিয়া বাড়িতে গেলেই খেতে পারমু। তুমি পড়াশোনা করোনা কেন? বলে টাকা পয়সা নাই। মা পড়াশোনা করাতে পারেনা । যদি কেউ তোমার দায়িত্ব নেয়, তাহলে কি পড়াশোনা করবা ? শিশুটি বলল, হা করমু।
প্রতি প্রশ্নের উত্তর দিয়ে দিলো শাহিদুল, এভাবে সে তাকিয়ে আছে অজানা এক ভবিষ্যতের দিকে। কে নিবে তার দায়িত্ব । শাহিদুলতো পড়াশোনা করতে চায় । সমাজের একজন বিত্তশালী যদি এগিয়ে আসেন, তাহলে শাহিদুল অন্যান্য ৮/১০ জন ছেলের মতো সেও স্কুলে যেতে পারবে।

আর পড়তে পারেন