বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হবে?

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৯, ২০২২
news-image

অনলাইন ডেস্ক:

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে এ ম্যাচের আগে ব্রাজিল দলে একটা দুঃশ্চিন্তাও আছে, তা হল আলেক্স সান্দ্রোর চোট।

গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে মাংশপেশিতে চোট পান সান্দ্রো। কোয়ার্টার ফাইনালে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুধু সান্দ্রোর পজিশনে বিকল্প নিয়েই সমস্যায় পড়েছিল ব্রাজিল। রক্ষণে এদের মিলিতাওকে ডান প্রান্তে রেখে দানিলোকে খেলিয়েছেন বাঁ প্রান্তে। ক্রোয়েশিয়ার বিপক্ষেও তিতে একই কৌশল বেছে নেবেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ব্রাজিলের অনুশীলনে সান্দ্রোর মধ্যে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। তবে তিতে সংবাদ সম্মেলনে জানান, নেইমার ও দানিলোর চোটের সঙ্গে সান্দ্রোর চোটের পার্থক্য আছে।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কাসেমিরো এবং তার সঙ্গে থাকছেন লুকাস পাকেতা। আক্রমণভাগে থাকবেন নেইমার, ভিনিয়ুস, রাফিনিয়া ও রিচার্লিসন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

গোলকিপার: আলিসন। রক্ষণ: দানিলো, থিয়াগো সিলভা, মারকিনিওস, এদের মিলিতাও। মিডফিল্ডার: কাসেমিরো, লুকাস পাকেতা।ফরোয়ার্ড: নেইমার, ভিনিসিয়ুস, রাফিনিয়া, রিচার্লিসন।

আর পড়তে পারেন