শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইকুয়েডরকে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত ব্রাজিলের

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০১৭
news-image
স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ বাছাইতে ব্রাজিলের জয়রথ চলছেই। দলটি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আগেই। এখন গ্রুপে শীর্ষে থেকে খেলা শেষ করার পালা। সেই লক্ষ্যও এবার পূরণ হলো। শীর্ষে থাকা ব্রাজিলকে আর ধরার সুযোগ নেই কোনো দলের। শুক্রবার ভোরে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
ধারাবাহিক আক্রমণ সত্ত্বেও ৬৯ মিনিট পর্যন্ত ব্রাজিলকে কোনো গোলের সুযোগ দেয়নি ইকুয়েডর। এ সময় পলিনহো গোল করে এগিয়ে দেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। উইলিয়ানের কর্নার কিক থেকে পাওয়া বলে জোরালো শটে ইকুয়েডরের জালে বল জড়ান তিনি।
খেলার ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপ কুটিনহো। ডি-বক্স থেকে বল নিয়ন্ত্রণ নিয়ে জেসুস হেডে বল পাঠান কুটিনহোকে। সেই বলে প্লেসিং শটে তা ইকুয়েডরের জালে পাঠান এই লিভারপুল ফরোয়ার্ড।
চিলির কাছে হার দিয়ে যাত্রা শুরুর পর বাছাইপর্বের কোনো ম্যাচ হারেনি ব্রাজিল। আর এটি তাদের টানা নবম জয়। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৫ ম্যাচে শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ৩৬। খেলার তিন রাউন্ড বাকি থাকতেই বাছাইপর্বে শীর্ষে থেকেই শেষ হচ্ছে দলটির মিশন।

আর পড়তে পারেন