শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গরম থেকে স্বস্তি পেতে শরবতের দোকানে ভীড় করছে কুমিল্লার পথচারীরা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩০, ২০১৯
news-image

 

সাকিব আল হেলাল :

এক সপ্তাহ ধরে কুমিল্লায় মৃদু ও মাঝারি তাপদাহ বিরাজ করছে। অস্বস্তিকর গরম যেন কিছুতেই কমছে না। বৈশাখের প্রথম থেকে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। সেই সঙ্গে তীব্র গরমে নাজেহাল মানুষ।

কুমিল্লায় সোমবার(৩০এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এ কারণে কুমিল্লা জেলার বিভিন্ন রাস্তায় এখন ঠান্ডা পানির শরবত বিক্রির ধুম পড়েছে। শহরের ওলিগলিতে শরবত বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। গরমে একটু স্বস্তির আশায় পথচারীরা ঝুঁকছেন শরবতের দোকানে।

প্রতি গ্লাস শরবতের দাম ৫ টাকা আবার ট্যাং মিশ্রিত শরবতের দাম ১০ টাকা।

কুমিল্লা শহরের কান্দিরপাড়,চকবাজার,টমছম,ব্রীজ,মোগলতলী,ঝাউতলা,
শাসনগাছাসহ কুমিল্লা ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড, নিমসার বাজারে শরবতের দোকানে পথচারীর উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়।

পথচারী বিল্লাল হোসেন বলেন, খরতাপে দুপুরে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। মোটরসাইকেল চালিয়ে গেলেও শরীরে গরমের আঁচ লাগছে। গরমে খাওয়া-দাওয়াসহ কোনো কিছু ভালো লাগছে না।

এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়,এ ধরনের তাপমাত্রা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।

প্রচন্ড গরমে খেটে খাওয়া মানুষের কষ্টের সীমা নেই। প্রচণ্ড রোদের কারণে দুপুরে রাস্তা প্রায় জনশূন্য হয়ে পড়ছে। খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারন মানুষ।

আর পড়তে পারেন