শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গানের মানুষ ‘আর আজিজ টিটো’

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৪, ২০১৭
news-image

ইমরান মাহফুজঃ
বর্তমানে সময়ে যে কয়েকজন সুরকার ও সংগীত পরিচালক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে আর আজিজ টিটো অন্যতম। তিনি ব্যস্ত সময় পার করছেন অডিও ও সিনেমা দু মাধ্যমেই। তার অডিও ব্যস্থতার কথা বলতে গিয়ে তিনি বলেন, আসছে ঈদকে কেন্দ্র করে ‘ভালবাসার ঘুড়ি’ শিরোনামে একটি মিশ্র এ্যালবাম করছি। এখানে গান করছেন মুহিন,চম্পা বনিক,শিমু দে, বেলী ও নদী। সব কয়টি গানের সুর সংগীত পরিচালনা করছি আমি নিজে। আশা করছি এ্যালবামের প্রত্যেকটি গান সকলের ভালো লাগবে। বর্তমান সময়ে তিনি বেশ কয়েকটি জনপ্রিয় শিল্পীদের সলো ও মিশ্র এ্যালবাম নিয়ে ব্যস্ত আছেন। এ পর্যন্ত তিনি প্রায় ১৫০ টি এ্যালবামে সুরকার ও সংগীত পরিচালক হিসাবে কাজ করেছেন। সম্প্রতি তিনি ‘লাভ এন্ড লাইফ ও দ্যা বার্নিং কোসেন সিনেমার কাজ শেষ করেছেন। পাশাপাশি তিনি কয়েকটি সিনেমার গানের কাজে হাত দিয়েছেন। নাটকের আবহ সংগীত ও টাইটেল গানের ব্যস্ততাও তার বেশ। বর্তমান সময়ে সফল সংগীত পরিচালক আর আজিজ টিটো বলেন, আমার গানের শুরুটা খুব ছোট বেলা থেকেই। আমার বাবা আব্দুল আজিজ বাচ্চু একজন সফল সুরকার সংগীত পরিচালক ছিলেন। আমার গানের হাতে খড়ি বাবার কাছেই। তার মা আনোয়ার বেগমও মনে প্রাণে চেয়েছেন ছেলে সংগীতের সাথে থাকুক। আজকে সংগীতের এ অবস্থানের জন্য মা বাবর অবদান সবটুকু বলে জানালেন টিটো। তবে তার ছোট বেলা থেকেই গীটারে প্রতি অন্য রকম ভাল লাগা কাজ করতো। তাই স্কুল পালিয়ে গীটার শেখা শুরু করেন। টিটো আরও বলেন, আমি ১৯৯০ সালে ‘পানকৌড়ি’ নামে ব্যান্ড গঠন করি এবং ব্যান্ডে ভোকাল ও কির্বোড বাজাতাম। এরপর কির্বোডিষ্ট হিসাবে বাংলাদেশের জনপ্রিয় অনেক ব্যান্ড ও অনেক সংগীত শিল্পীর সাথে কির্বোড বাজিয়েছি এবং বাজাচ্ছি। পাশাপাশি মনে পুষেছি একজন সফল সংগীত পরিচালক হবার স্বপ্ন। আমার সংগীত পরিচালনায় অডিও ও সিনেমায় আমাদের দেশের প্রায়ই সকল সংগীত শিল্পীই গান করেছেন। ২০০৪ সালে তার সংগীত পরিচালনায় এ্যান্ডু কিশোর ও সাজুর ডুয়েট এ্যালবাম ‘তুমিতো ভুলে গেছো’ বেশ আলোচনায় আসে। ২০০৬ সালে ইংরেজী গানের সুর করে তিনি বিবিসি অ্যাওর্য়াড পান। বর্তমানে তিনি বাংলাদেম বেতার সংগীত পরিচালক হিসাবে কর্মরত আছেন। দেশের বরন্য সংগীত পরিচালক আলাউািদ্দন আলী ও আজাদ মিন্টু আর্দশ মনে করেন তিনি। ভবিষ্যৎ আপনি গান গাইবেন কিনা, এ বিষয়ে তিনি বলেন, আমার প্রথম সলো এ্যালবামের কাজ করছি। ভবিষ্যৎ অডিও ও সিনেমার দু মাধ্যমেই মনোনিবেশ করতে চান তিনি। বাংলা গান নিয়ে তার স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন, গুনী ওস্তাদের নিয়ে গানের এ্যালবাম করতে চাই। সারা জীবন বাংলা গানের সাথে থাকতে চাই। শ্রোতারা যে ধরনের গান পছন্দ করে, সে ধরনের গান বেশী বেশী করতে চাই। আমি চাই বাংলাদেশের গান সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাক। আমি আরোও স্বপ্ন দেখি আমার সংগীত পরিচালনায় দেশে ও দেশের বাইরের অনেক জনপ্রিয় শিল্পীরা গান গাইবে।

 

আর পড়তে পারেন