বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোমতী নদীতে অবৈধভাবে মাটি উত্তোলনকাজে ব্যবহৃত ড্রেজার ও পাইপ জব্দ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

গোমতী নদী রক্ষায় মাসব্যাপী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের দিক নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বেলা ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে কুমিল্লার গোমতী নদীর গোলাবাড়ী সীমান্ত এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ৩ টি ড্রেজার জব্দ ও আনুমানিক ২০০০ ফিট পাইপ অপসারণ করা হয়েছে। এছাড়া মাটি পরিবহণের জন্য ব্যবহৃত সংযোগ সড়ক বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার এবং জেলা পুলিশের সদস্যগণ।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ ।

আর পড়তে পারেন