শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম সিটি নির্বাচনে গুলিবিদ্ধ হয়ে কুমিল্লার যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৭, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন  নির্বাচনে সংঘর্ষে  আলাউদ্দিন নামের কুমিল্লার এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।

এরমধ্যে সকাল ৯টার দিকে নগরীর পাহাড়তলী ওয়ার্ডে ইউসেফ আমবাগান কারিগরি স্কুল ভোট কেন্দ্র দখলের ঘটনায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি কুমিল্লা জেলার সুলতান মিয়ার ছেলে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোটগ্রহণ শুরুর পর পাহাড়তলী ওয়ার্ডের ওই ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী মাহামুদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আলাউদ্দিন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকের নিচে গুলি লাগে। মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সংঘর্ষে আরো ৪ জন আহত হয়েছেন। একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

 

আর পড়তে পারেন