শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে আগুনে সব পুড়লেও অক্ষত কোরআন শরীফ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৫, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড সিদলা হাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরের আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ তিনটি অক্ষত রয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ৯টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হাজী বাড়ির মৃত আমজাদ আলীর পুত্র মোঃ তাজুল ইসলামের বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গোটা ঘরে দ্রুত আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। এদিকে তাজুল ইসলামের ঘরে তার সন্তানের বই খাতার পাশাপাশি তিনটি পবিত্র কোরআন শরীফ রাখা ছিল। বইখাতা গুলি এবং কোরআন শরীফ রাখার জন্য কাঠের তৈরি রেবেল পুড়ে গেলেও কোরআন শরীফ তিনটি প্রায় অক্ষত আছে। কোরআন শরীফের কোন অক্ষরও পুড়েনি।

আর পড়তে পারেন