বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশংকা: বাড়ছে শনাক্তের সংখ্যা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০২০
news-image

 

মাসুদ হোসেনঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে নতুন করে আরো ৭জন আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিরা চাঁদপুর সদরে ৬ জন ও ফরিদগঞ্জে ১জন। এ পর্যন্ত চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ২৪শ’ ছাড়িয়েছে।

বুধবার পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ২ হাজার ৪৩১ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ২৬১ জন। দিনের সুস্থ রোগীর সংখ্যা ৮ জন। বাকী ৯২ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭৮ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৩, ফরিদগঞ্জে ১১, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২ হাজার ৪৩১ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১ হাজার ১, হাইমচরে ১৬২, মতলব উত্তরে ২০০, মতলব দক্ষিণে ২৬৭, ফরিদগঞ্জে ২৭৬, হাজীগঞ্জে ২০৬, কচুয়ায় ৮৬, ও শাহরাস্তিতে ২৩৩ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বুধবার এক প্রেস নোটে জানান, দিনের প্রাপ্ত নমুনা ৭৬টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৩১টি। এর মধ্যে ৭টি পজেটিভ ও ২৪টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৭৪ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ১২ হাজার ৩৯৮ টি। অপেক্ষমান রিপোর্ট ৭৬টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১ হাজার ৩১৮ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩০৬ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১২জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১২ হাজার ৯৮৫ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৩১৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৬৬ জন।

আর পড়তে পারেন