শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়াল, প্রাণ গেল ৭৫ জনের

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে আরও ১৪জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তেরসংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। রবিবার (১৬ আগস্ট) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ২ হাজার ৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২১জন। এর মধ্যে দিনের সুস্থ’ রোগীর সংখ্যা ২১জন। নতুন আক্রান্তরা চাঁদপুর সদরে ১০জন ও ফরিদগঞ্জে ৪ জন। বাকী ৪১১জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭৫ জনেরমধ্যে- চাঁদপুর সদরে ২১ জন, ফরিদগঞ্জে ১০ জন, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলবউত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রবিবার (১৬ আগস্ট) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২ হাজার ৭ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮শ’ ১, হাইমচরে ১২৯, মতলব উত্তরে ১৬৭, মতলব দক্ষিণে ২১২, ফরিদগঞ্জে ২৩৩, হাজীগঞ্জে ১৮৭, কচুয়ায় ৭৯, ও শাহরাস্তিতে ১৯৯জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ রবিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ১১৮ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৪৬ টি। এর মধ্যে ১৪ টি পজেটিভ ও ৩২ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮২২। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৭ হাজার ৭৭৬টি। অপেক্ষমান রিপোর্ট ৪৬টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭৪৮জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭২২জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৬ জন। চিকিৎসাধীন ৪১১ জনের মধ্যে হাসপাতালে ২১ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৩৮৪জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১ হাজার ২৮৯ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৩৫৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৯৩০ জন।

আর পড়তে পারেন