মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৪, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৪০ /৪৫ বছর। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

সোমবার রাত ১০টায় শহরের দর্জিঘাট এলাকায় রেলওয়ের ৩নং পুল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর রাতে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ধারণা নিহত ব্যক্তি হয়তো পথচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টায় চট্টগ্রাম থেকে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুরের উদ্দেশে আসে। ট্রেনটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা ওই পথ দিয়ে যাওয়ার সময় নিহতের মরদেহে রেললাইনে পড়ে থাকতে দেখেন। ট্রেনের আঘাতে নিহতের মুখমণ্ডল বিবর্ণ ও হাত-পাগুলো ভেঙে রক্তাক্ত জখম হন। এমনকি তার চেহারাও কেউ চিনতে পারেনি। কেউ বলছে সে পথচারী ছিলেন, কেউ বলছেন মানসিক ভারসাম্যহীন।

চাঁদপুর রেলওয়ে থানার এ এস আই হাসান আহমেদ জানান, ট্রেন দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছি এবং সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন