বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে ২২৪ কোটি ৩৮ লাখ টাকার উন্নয়ন কাজ চলছে

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৬, ২০১৭
news-image
ডেস্ক রিপোর্ট :
জেলায় স্থানীয় সরকার বিভাগে ২২৪ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।  চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) এ অর্থ বছরে নিম্নোক্ত উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করছে।
চাঁদপুর জেলায় চলতি অর্থবছরে পল্লী সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ১২০ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে জেলার ৮টি উপজেলায় ২৪৫.৪৫ কিঃমিঃ গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ চলমান আছে। এছাড়া বিভিন্ন উপজেলার পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ৩৮ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ১০৫.২১ কিঃমিঃ সড়কের মেরামত কাজ চলমান রয়েছে। ৩টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পে ৬ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া জেলার ভূমিহীন ও অসচ্ছল ৪ জন মুক্তিযোদ্ধার জন্যে বাসস্থান নির্মাণ প্রকল্পের কাজ চলছে, এ প্রকল্পের জন্যে ৩৬ লাখ ৯৬ হাজার টাকা ব্যয় করা হচ্ছে। এদিকে জেলার আরো ৩টি উপজেলা কমপ্লেক্স ভবনের সমপ্রসারণ, ৩টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ, ১টি গ্রোথ সেন্টার উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। এসব কাজে ২১ কোটি টাকা ব্যয় হচ্ছে। এছাড়া ৩৭ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে জেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ/পুনঃ নির্মাণ/সমপ্রসারণ কাজ চলছে এবং ২০ লাখ টাকা ব্যয়ে পিটিআই ইনিস্টটিউট মেরামত কাজ চলমান আছে।
চাঁদপুর এলজিইডি সূত্রে আরো জানা যায় বর্তমান সরকার গত আট বছরে প্রায় এক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করেছে।
এলজিইডি, চাঁদপুর-এর নির্বাহী প্রকৌশলী জি.এম মুজিবর রহমান বলেন, সরকারের রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুর জেলায় বিগত আট বছরে ১ হাজার কোটি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এ অর্থ বছরে আরো ২২৫ কোটি টাকার অনেক কাজ বাস্তবায়নাধীন রয়েছে। চাঁদপুর জেলার চলমান উন্নয়ন কার্যক্রম সফল বাস্তবায়ন হলে জেলার সার্বিক উন্নয়ন চিত্র পাল্টে যাবে।

আর পড়তে পারেন