বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুর চতুরঙ্গ বর্ষবরণে মাটির গান

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৯, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুর  সাংস্কৃতিক সংগঠন  চতুরঙ্গের উদ্যোগে  বাংলা বর্ষবরণ উপলক্ষে মাটির গান জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে  অনুষ্ঠিত হয়েছে

২৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ উপলক্ষে চতুরঙ্গ, রংধনু রঙ্গের ঢোল আয়োজিত নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠানমাটির গানঅনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চতুরঙ্গের উপদেষ্টা চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত। সভাপ্রধানের বক্তব্য রাখেন চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বিজয় মেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী, নতুনকুঁড়ির সভাপতি অ্যাডঃ আবুল কালাম সরকার, বিজয় মেলার মাঠমঞ্চের আহ্বায়ক ইয়াহিয়া কিরণ. শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়  প্রমুখ। অনুষ্ঠানটির পরিচালনা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ। অনুষ্ঠানে জমকালো নৃত্য সংগীত পরিবেশিত হয়, যা শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে সংগীত পরিবেশন করেনরংধনু শিল্পী গোষ্ঠী

আর পড়তে পারেন