শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীকে ধর্ষণচেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৩, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

অভিযুক্ত মনজুরুল হায়দার জনি (৩৫) উপজেলার মৃত শাহাদাত উল্যাহর ছেলে। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার ওষুধের দোকান রয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, গত বুধবার ওই নারী জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ নাম্বার কেবিনে ভর্তি হন। দুপুর সাড়ে ১২টার দিকে জনি ওই নারীর কেবিনে গিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, চিকিৎসাধীন নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. তানজিনা হককে প্রধান করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন, ডা. ইকরাম বিন ফারুক ও নার্সিং সুপারভাইজার আয়েশা আক্তার। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন মো. মাসুম ইফতেখার বলেন, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় মামলা করেছে। এছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় শুক্রবার বিকালে মামলা হয়েছে। অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আর পড়তে পারেন