শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার ৪র্থ শ্রেণির ছাত্রকে অমানবিক মারধরের ঘটনায় শিক্ষককে বদলি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৯, ২০১৯
news-image

 

শরীফুল ইসলাম চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা.

চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের বড়কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মো. সামিরুল হাসান (৯) নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রকে বেধরক মারধর করার ঘটনায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হানিফ সরকারকে বদলি করা হয়েছে। উপজেলার শুহিলপুর ইউনিয়নের দলপাড়া হারুন মিয়াজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাকে বদলি করা হয়।

সোমবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ্ আল মামুন অভিযুক্ত ওই শিক্ষকের বদলির বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষক মো. হানিফ সরকার এর সাথে কথা বলে জানা যায় শনিবার (২৭ এপ্রিল) তিনি দলপাড়া হারুন মিয়াজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
এর আগে গত শনিবার (২০ এপ্রিল) ক্লাশ চলাকালীন বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মো. সামিরুল হাসানকে বেধরক মারধর করে আহত করে সহকারী শিক্ষক মো. হানিফ সরকার। আহত সামিরুল কলাগাঁও গ্রামের আবুল হাশেম ও হাসিয়া বেগমের ছেলে।

উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ্ আল মামুন জানান, ‘পত্রিকায় সংবাদ প্রকাশের পর সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবদুল ওয়াহাব বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীর সাথে কথা বলেন। মারধরের ঘটনাটি সত্য। আমরা এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি প্রতিবেদনও পাঠিয়েছি।

আর পড়তে পারেন