শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় আরও ৫ জনের করোনা শনাক্ত: মোট শনাক্ত ১২০ জন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৫, ২০২০
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা:
চান্দিনা উপজেলায় নতুন করে আরও ৫ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। বৃহস্পতিবার রাতে আইইডিসিআর থেকে ওই ৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা যায়।

এ নিয়ে চান্দিনা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২০ জন। এ উপজেলায় আক্রান্তদের মধ্যে শুক্রবার (৫ জুন) পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু হয়। এছাড়া সুস্থ্য হয়েছেন ১৮ জন।

বৃহস্পতিবার রাতে মোট ৩৫ জনের নমুনার রিপোর্ট আসে এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ হয়। এদের মধ্যে হারং গ্রামে এক জন, উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে এক জন, মোকামবাড়িতে একজন, সাহাপাড়ায় একজন, বরকরই ইউনিয়নের ফতেহপুরে একজন নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু জানান, বাসা বা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের প্রক্রিয়াটি স্থগিত রয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে।

আর পড়তে পারেন