শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় উৎসব মুখর পরিবেশে ১৯ আ’লীগ নেতার দলীয় মনোনয়ন সংগ্রহ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৯, ২০১৯
news-image

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি.
উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন দিচ্ছে আওয়ামীলীগ। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকাল পর্যন্ত চান্দিনায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রার্থী সহ মোট ১৯ জন সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।
উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার ও পৌর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মো. বশির আহম্মেদ সরকার এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের আবেদন পত্র সংগ্রহ করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, উপ-দপ্তর সম্পাদক নাজনীন আক্তার, জেলা আওয়ামীলীগ সদস্য শাহজাদা মিয়া খোকা, মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, উপজেলা আওয়ামীলীগ নেতা শওকত হোসেন ভুইয়া, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জামাল উদ্দিন, দুবাই আওয়ামীলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন।
ভাইস চেয়াম্যান (পুরুষ) পদে মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ করেন- উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক দীপক মজুমদার, মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সি, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ুন কবির, স্থানীয় ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট নূরুদ্দিন মিয়াজী বুলবুল, ।

ভাইস চেয়াম্যান (মহিলা) পদে মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ করেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খাতুন, জেলা শ্রমিকলীগ আইনবিষয়ক সম্পাদিকা এডভোকেট হাসিনা আক্তার নিশি, মহিচাইল ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার মমতাজ বেগম।
জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন বকসী বলেন- ‘পৃথক তিনটি পদে মোট ১৯ জন সম্ভাব্য প্রার্থী আবেদন সংগ্রহ করেছেন। একক প্রার্থী করতে পারলে শুধু তাদের নামই দলের কেন্দ্রে পাঠানো হবে। অন্যথায় প্রতিটি পদে তিন জন করে প্রার্থীর আবেদন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সিদ্ধান্তের জন্য পাঠানো হবে।’

আর পড়তে পারেন