রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় বিকাশ হত্যা মামলার প্রধান আসামী ঢাকা থেকে গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৭, ২০২৩
news-image

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকরই উনিয়নের নারাচোঁ গ্রামের বিকাশ চন্দ্র
দাস হত্যা মামলার প্রধান আসামী আজিজুল হক আজু (২৮) কে ঢাকা থেকে
গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে তাকে আদালতের
মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতার হওয়া আজিজুল
হক আজু উপজেলার বরকরই ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের মো. শহিদ উল্লাহ্ধসঢ়;র
ছেলে।

এর আগে সোমবার (২৬ জুন) বিকেলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর রমনা পার্ক এলাকা থেকে তাকে
গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন চান্দিনা থানা পুলিশের উপ-
পরিদর্শক (এসআই) মো. মঞ্জুর হোসেন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) সাহাবুদ্দীন খাঁন গ্রেফতারের
বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘বিকাশ হত্যা মামলার একমাত্র আসামী আজিজুল হক
আজু। তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

গত ৫ জুন উপজেলার বরকরই ইউনিয়নের নারাচোঁ গ্রামে গৌতমের মৎস্য প্রজেক্ট
সংলগ্ন মাঠে ক্রিকেট খেলা চলছিল। বিকাশ চন্দ্র দাস দাঁড়িয়ে খেলা দেখছিল।

হঠাৎ আজু নামের ওই লোকটি এসে পাওনা টাকা চাওয়ার অযুহাতে বিকাশ কে
এলোপাথারী কিলঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে বিকাশ মাটিতে লুটে পরায়
তাকে নবাবপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার
অব¯’ার অবনতি ঘটলে সন্ধ্যার পর চান্দিনা উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে আনলে
কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। বিকাশ চন্দ্র দাস নারাচোঁ গ্রামের মৃত
মনমোহন চন্দ্র দাসের ছেলে। ওই ঘটনায় নিহতের ছেলে ঝলক বাদী হয়ে একই দিন
রাতে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আর পড়তে পারেন