শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে চিহ্নিত চোরের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০২২
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি ভবনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে জহির মিয়া (৩৮) নামে এক চিহ্নিত চোরের মৃত্যু হয়েছে।

বুধবার রাত আড়াইটায় উপজেলা সদরের বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জহির মিয়া চান্দিনা পৌরসভার ২নং ওয়ার্ড হারং এলাকার মৃত তমিজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ চান্দিনা বাজার, বাগানবাড়ি ও ধানসিঁড়ি এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। বুধবার রাত আড়াইটায় বাগানবাড়ি এলাকায় একটি ভবনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, নিহতের মরদেহ তল্লাসী করে একটি ছুড়ি পাওয়া যায়। সে এলাকার চিহ্নিত চোর বলে জানান এলাকাবাসী। এছাড়াও বিগত দিনের কয়েকটি চুরির ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার সূত্র পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আর পড়তে পারেন