শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১, ২০২১
news-image

চান্দিনা প্রতিনিধি:
দেশব্যাপী কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করায় কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চান্দিনা উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১৭টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিভিন্ন অনিয়মের দায়ে ১৭টি মামলা করা হয়। অভিযানে নগদ ৫হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম। সেনা সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

অপরদিকে এসময় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার এর নেতৃত্বে সেনা সদস্য, বিজিবি সদস্য ও পুলিশ লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় কাজ করছেন।

আর পড়তে পারেন