শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা সরকারি খালের মাটি কেটে কৃষি জমি ভরাট!

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৬, ২০২৪
news-image

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা পৌরসভার ৯নং ওয়ার্ডের তুলাতলী এলাকায় সরকারি খালের মাটি কেটে রাতের অন্ধকারে কৃষি জমি ভরাট করছে স্থানীয় একজন অসাধু মাটি ব্যবসায়ী। চান্দিনা শ্রীমন্তপুর সড়কে তুলাতলী ও কিছমত গ্রামের সীমান্তবর্তী এলাকায় ভেকু (এক্সকেভেটর) দিয়ে খালটির মাটি কেটে কৃষি জমি ভরাট করার চুক্তি নেন স্থানীয় মাটি ব্যবসায়ী মো. মিজানুর রহমান। কাজ করতে গিয়ে ওই সড়কটিও কেটে ক্ষতিগ্রস্ত করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বরকইট ইউনিয়নের কিছমত গ্রামের মৃত ছোবাহান আলীর ছেলে মো. জাকির হোসেন এর মালিকানাধীন তুলাতলী গ্রামের ওই কৃষি জমিটি ভরাটের জন্য ১লাখ ৬০ হাজার টাকায় চুক্তি নেন কিছমত গ্রামের মান্তু মিয়ার ছেলে মো. মিজানুর রহমান। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতের অন্ধকারে ভেকু (এক্সকেভেটর) দিয়ে সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কাটেন তিনি। পরে বিষয়টি ধামাচাপা দিতে কৌশলে খালটিতে পানি ছেড়ে দেয়া হয়।

তুলাতলী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি সরকারি খালের মাটি কাটার বিষয়টিকে অনুচিত বলে অভিহিত করেন। তারা দোষীদের শাস্তির দাবি জানান। অতিরিক্ত গভীর করে কেটে মাটি উত্তোলন করায় আশ-পাশের জমিগুলো ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।

এব্যাপারে অভিযুক্ত মাটি ব্যবসায়ী মো. মিজানুর রহমান এর সাথে সরাসরি কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব বলেন- ‘সরকারি খালের মাটি কেটে নেয়ার বিষয়টি বিকেলে শুনেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আর পড়তে পারেন