বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে এইচএসসি’র ফলাফল বিপর্যয়, পাশের হার ৩২.৯৩, মাদ্রাসা’য় ৯৭.১৬

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৪, ২০১৭
news-image

মো ঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ

গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রনালয়ের ঘোষিত ফলাফলে দেশের সর্বনি¤œ ফলাফল অর্জন করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। ঘোষিত ফলাফলে কুমিল্লা বোর্ড পাশের হার মাত্র ৪৯.৫২%। এর মধ্যে চৌদ্দগ্রাম উপজেলায় পাশের হার মাত্র ৩২.৯৩%। ২০১৭ সালের এইচএসসি পরিক্ষায় উপজেলার ১১টি কলেজ ও ২টি কারিগরি কলেজের অধীনে ২৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে মাত্র ৩ জন শিক্ষার্থী। কারিগরী কলেজ ব্যতিত উপজেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে আলহাজ¦ নুর মিয়া ডিগ্রী কলেজ। কলেজটি থেকে ২৯১ জন পরিক্ষার্থী অংশ নিয়ে ১৬৭ জন কৃতকার্য হয়। পাশের হার ৫৭.৩৯%। উপজেলায় সর্বনি¤œ পাশের হারের কৃতিত্ব অর্জন করেছে। ঐতিয্যবাহী চিওড়া সরকারী কলেজ। ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে ২২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করে মাত্র ২১ জন শিক্ষার্থী। পাশের হার ৯.৫০%।
এদিকে মাদ্রাসা বোর্ডের ঘোষিত আলিম পরিক্ষার ফলাফলে বরাবরের ন্যায় ধারাবাহিকতা ধরে রেখেছে চৌদ্দগ্রামের বিভিন্ন মাদ্রাসা। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৯৭.১০%। উপজেলার ১০টি আলিম মাদ্রাসা’র মধ্যে ০৮টি মাদ্রাসাই শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে। কারিগরী বোর্ডের অধীনে উপজেলার ২টি প্রতিষ্ঠান অংশ নেয়। পাশের হার শতভাগ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ০২ জন শিক্ষার্থী।

আর পড়তে পারেন