রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর পাড় থেকে নবজাতক উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৯, ২০২৩
news-image

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লা চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর পাড়ে সাদা প্লাস্টিকের বস্তায় হলুদ কম্বল মোড়ানো ফুটফুটে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নে রামচন্দ্রপুর এলাকার কলাবাগান বাজারে কাকড়ি নদীর ধারে বস্তাবন্দী অবস্থায় ওই নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় এক কৃষক হানিফ মিয়া নদীর ধারে কচুরিপানা সংগ্রহ করতে যায়। সেখানে শিশুটির কান্নার শব্দ শুনতে পেলে সামনে গিয়ে একটি সাদা বস্তা দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। এখন পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি। উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছে স্থায়ীয়রা।উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শিশুটিকে রামচন্দ্রপুর এলাকার সাখাওয়াত হোসেন সবুজের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন সবুজ কিছুদিন আগে নবজাতকের বাবা হয়েছে। উদ্ধারকৃত শিশুটিকে মায়ের দুধ খাওয়ানোর জন্য সবুজ দম্পতির কাছে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দেয়া হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, শিশুটি নবজাতক তাই তাকে মায়ের দুধ খাওয়ানোর জন্য আপাতত সবুজ ও তার স্ত্রীর হেফাজতে সাময়িকভাবে রাখা হয়েছে। আগামীকাল রবিবার আমরা সমাজ সেবা কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিবো।

আর পড়তে পারেন