বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে গৃহবধুকে গলা টিপে হত্যা, স্বামী পলাতক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১২, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফারজানা আক্তার স্বপ্না (১৮) নামের এক গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর স্বামী মনির হোসেন পলাতক রয়েছে।
নিহত ফারজানা আক্তার স্বপ্না উপজেলার শুভপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে।
সোমবার (১২ জুন) বিকেলে পুলিশ লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
নিহত স্বপ্নার মা আয়েশা বেগম জানান, গত জানুয়ারি মাসে সদর দক্ষিণ উপজেলার বড়তুলা পশ্চিম পাড়ার মোঃ শামছুল হকের পুত্র মনির হোসেনের (২৫) সাথে চার লাখ টাকা দেনমোহরে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ এক লাখ টাকা দেয়া হয়। এরপরও প্রতিনিয়ত স্বপ্নার সাথে খারাপ আচরণ ও মারধর করতো স্বামী মনির হোসেন। ২০ দিন আগে স্বপ্না বাবার বাড়িতে বেড়াতে আসে। রোববার রাতে মনির শশুর বাড়িতে এসে ঈদ উপলক্ষে শাশুড়ির কিনে রাখা নতুন জামা-কাপড় পছন্দ না হওয়ায় স্বপ্নার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে মনির স্বপ্নাকে গলাটিপে হত্যা করে রাতেই পালিয়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক শামীম সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক কমল কৃষ্ণ সূত্রধর জানান, ‘লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’।

আর পড়তে পারেন