শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ঘর-বাড়ি ভাংচুর লুটপাটের পর পালিয়ে বেড়াচ্ছে প্রবাসীর পুরো পরিবার

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৭, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর ঘর-বাড়ি ভাংচুর লুটপাট করে বাড়ির উপর দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ উঠেছে শহিদ উল্লাহ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। লুটপাট থেকে রক্ষা পায়নি কোরবানীর গরু এবং বসত ঘরের বেড়া। চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকাধীন রামরায় গ্রামের দুবাই প্রবাসী শাহাদাৎ হোসেনের বাড়িতে এ হামলার ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও বাড়ি ফিরতে পারছে না ওই পরিবার। বুধবার দুপুরে কুমিল্লা মহানগরীর একটি রেস্তোরায় প্রবাসী পরিবারের পক্ষে তার বোন লাকী আক্তার সাংবাদিক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন। এ ঘটনায় প্রবাসীর পিতা সাত্তার মিয়া বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পাশ্ববর্তী বাড়ির শহিদ উল্লাহ সাথে প্রবাসী শাহাদতের পরিবারের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। মামলায় অভিযুক্ত শহিদ উল্লাহ, খোকন, সোহাগ, মির্জা আলী, কাসেম, কাউছারসহ তাদের সহযোগীরা গত ৩০ ও ৩১ আগষ্ট দিনে-রাতে কয়েক দফা প্রবাসী শাহাদতের বাড়িতে হামলা, ভাংচুর ও ব্যাপক লুটপাট চালায়। লুটপাটের কবল থেকে রক্ষা পায়নি কোরবানীর গরু, বসত ঘর ও বাড়ির গাছ পালাও। এছাড়াও হামলাকারীরা বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, মোবাইল ও অন্যান্য মালামাল লুটে নেয় বলে অভিযোগ করা হয়। এ সময় হামলাকারীরা জোরপূর্বক অবৈধভাবে ওই প্রবাসীর বাড়ির উপর দিয়ে নিজস্ব চলাচলের রাস্তা তৈরী করে নেয়। হামলায় আহত হয় প্রবাসী শাহাদতের মা খোদেজা বেগম, চাচী রেহেনা, বোন মাফিয়া, চাচাতো ভাইয়ের বউ ঝুমুর বেগম। অব্যাহত হামলার কারণে প্রাণভয়ে ওই প্রবাসীর পর ঘটনার পর থেকে বুধবার পর্যন্ত এলাকা ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলনে লাকী আক্তার আরও জানান, তার সদ্য প্রবাস ফেরত অপর ভাই শাহীন এ নিয়ে প্রতিবাদ করায় তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলার বাদীর আইনজীবি এড. বদিউল আলম সুজন জানান, এ ঘটনায় প্রবাসীর পিতা সাত্তার মিয়া বাদী হয়ে গত সোমবার ১১ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করার পর আদালত তদন্তক্রমে ব্যবস্থা নেয়ার জন্য ওসি চৌদ্দগ্রাম বরাবরে প্রেরণ করেছে। বুধবার বিকালে চৌদ্দগ্রাম থানার ওসি মো: আবুল ফয়সাল জানান, সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে দু‘পক্ষের মারামারি হয়েছে, প্রবাসীর বাড়িঘরে হামলা কিংবা কেউ আহত হওয়ার বিষয়ে থানায় অভিযোগ করেনি, তবে তাদের প্রতিপক্ষের দায়ের করা মামলায় শাহীন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

আর পড়তে পারেন