রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে জেল হত্যা দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৪, ২০২৩
news-image

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া-মুনাজাত ও আলোচনা সভার মাধ্যমে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) বিকালে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি এর কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিএম জাহিদ হোসেন টিপু, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, ঘোলপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নঈমুল হক মজুমদার রাফিদ, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌরসভা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি।

উপজেলা যুবলীগ নেতা গাজী কাজলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, উপজেলা কৃষক লীগ নেতা খোরশেদ আলম, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন মজুমদার, উপজেলা সৈনিক লীগের সভাপতি মীর আজীজ, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ শান্ত, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক রহমান সহ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। সভার শুরুতে মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আবুল হাশেম।

আর পড়তে পারেন