বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে নিরাপদ সড়কের দাবীতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩০, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার ঃ

নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রীজ নির্মান, মারজানা হত্যাকারী ঘাতকের ফাঁসিসহ বিভিন্ন দাবীতে কুমিল্লার চৌদ্দগ্রামে হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিএম মীর হোসেন মীরু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন এসপি সার্কেল সাইফ, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজ, চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম কামাল, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত, আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজী, জাকির হোসেন পাটোয়ারী পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহিন, যুবলীগ নেতা মিজানুর রহমান, মোতাহার হোসেন ঝুমন প্রমুখ। এসময় চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুল ও বালিকা বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী শান্তিপূর্ণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা গত ২৯ সেপ্টেম্বর কাভার্ডভ্যানের চাঁপায় নিহত স্কুলছাত্রী মারজানের ঘাতক গাড়িচালকের ফাঁসি, বালিকা বিদ্যালয়ের সামনের মহাসড়কের উপরে ফুটওভার ব্রিজ কিংবা আন্ডারপাস, ট্রাফিক পুলিশের ব্যবস্থা, নিরাপদ সড়কসহ ৯টি দাবি উত্থাপন করেন।

আর পড়তে পারেন