শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধে সিএনজি চালককে কুপিয়ে জখম

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৮, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার ঃ কুমিল্লার চৌদ্দগ্রামে লভ্যাংশের টাকার লেনদেনকে কেন্দ্র করে বুধবার (৭ই মার্চ) সকালে বিরোধে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মারাত্নকভাবে আহত হয়েছে সিএনজি চালক মো ঃ ইসরাফিল মিলন।

সে উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রাম দক্ষিন পাড়ার মো ঃ শরবত আলীর পুত্র।

আহত ইসরাফিল জানান, একই গ্রামের নোয়াব আলীর পুত্র বাবলু গংদের সাথে তার আর্থিক লেনদেন ছিল। ঘটনার দিন সকালে এ নিয়ে তর্কাতর্কির সময় ইসরাফিলকে মারধর করে ধারালো ছুরি দিয়ে আঘাত করে বাবলু ও তাজউদ্দিন। এ সময় ইসরাফিল আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মারাত্নক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ইসরাফিল। স্থানীয় ইউপি মেম্বার আবদুল মতিন জানান, দুই পক্ষই প্রতিবেশী। পারিবারিক বিরোধের ফলে এ ঘটনা ঘটে বলে জানতে পেরেছি।

আর পড়তে পারেন