বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ভারতীয় গানের সাথে দেশীয় অস্ত্র হাতে নাচানাচি করা সেই দুই যুবক গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৯, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে হত্যা চেষ্টার পর ভারতীয় গান লুঙ্গী ড্যান্সের তালে দেশীয় অস্ত্র হাতে নাচানাচি করা সেই দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার গভীর রাতে চৌদ্দগ্রাম উপেজেলার কুমারডোগা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৮ মে) বিকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব আজকের কুমিল্লাকে এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত ১৪ মে রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে কুমারডোগা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা তাকে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করার পর মাদক ব্যবসায়ীরা লুঙ্গী ড্যান্স গানের তালে ব্যাপক উল্লাস করে, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রেফতারকৃত এজাহার নামীয় পলাতক প্রধান আসামী মোঃ শাহজালাল (৩৫) চৌদ্দগ্রামের কুমারডোগা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে এবং মোঃ রাসেল (২৫) একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

গ্রেফতারকৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসার সাথে যুক্ত। তাদের মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় দেলোয়ার হোসেনকে হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। কুপিয়ে জখম করার পর তারা দেশীয় অস্ত্রসহ লুঙ্গী ড্যান্স গানের তালে ব্যাপক উল্লাস করে যা সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের অধিনায়ক।

আর পড়তে পারেন