সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে মাটিখেঁকোদের বিরুদ্ধে প্রশাসনের সাড়াশি অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৯, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে খালের মাটি কাটার অভিযোগে কাশিনগর ইউনিয়নের যুগিরকান্দি ও জয়মঙ্গলপুর এবং উজিরপুর ইউনিয়নের শামুকসার এলাকা থেকে ৬ জনকে আটক ও মাটি কাটায় নিয়োজিত ৪টি এক্সকাভেটর ধ্বংস করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টে ৪ জনের কাছ থেকে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানগুলো পরিচালনা করেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন আজকের কুমিল্লাকে জানান, জেলা প্রশাসক মহোদয় পাহাড় কাটা, নদীর পাড় কাটা এবং মাটির উপরের স্তর ধ্বংসকারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। আমরা সেই নীতি অনুযায়ী কাজ করে যাচ্ছি। মাটিখেকোদের বিরুদ্ধে প্রশাসন তার কঠোর অবস্থান অব্যাহত রাখবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

আর পড়তে পারেন