চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার(২০ সেপ্টেম্বর) মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা বারের আইনজীবি ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সাইফ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য হাফেজ মর্তুজার সঞ্চালনায় বক্তব্যে রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন, মাদ্রাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি মিলন ভূঁইয়া, সাধারন সম্পাদক সার্ভায়ার মফিজুর রহমান, কোষাধ্যক্ষ ব্যাংকার রিয়াজ মিয়াজী, সাবেক সভাপতি মোঃ নুরুন্নবী, উপদেষ্টা শহিদ মজুমদার, হাজি ইব্রাহিম, ডাঃ জাহাঙ্গীর, সদস্য মজিবুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।