শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় দলে ডাক পেয়ে খুশি সাইফের ডিফেন্ডার  ইয়াসিন আরাফাত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৫, ২০১৯
news-image

এহসান ফারুকী :

প্রথমবারের মতো জাতীয় ফুটবল দলে ডাক পেয়ে খুশী সাইফ স্পোর্টিং এর তরুণ ডিফেন্ডার ইয়াসিন আরাফাত।  তৃতীয় বিভাগে খেলেছে কদমতলা সংসদের হয়ে। রক্ষণে ভালো করায় সাইফ স্পোর্টিংয়ে সুযোগ পান এই ডিফেন্ডার।  বাংলাদেশ প্রিমিয়ারলীগ ( বিপিএল) এ প্রথম আসর খেলেই সরাসরি জাতীয় দলে ডাক পান এই ডিফেন্ডার।

গতকাল জাতীয় দলের প্রথম অনুশীলন শেষে তরুন ডিফেন্ডার ইয়াসিন আরাফাত বলেন, “সত্যি আমি খুব ভাগ্যবান। শেষ বছর ৩য় বিভাগে খেলে এরপর প্রিমিয়ারলীগে সাইফের হয়ে খেলেছি। আমি ভাবতাম একসময় আমি জাতীয় দলে ডাক পাবো কিন্তু ভাবি নাই যে এত তাড়াতাড়ি সুযোগ পাবো আমি। সেদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান। “

ইয়াসিন আরাফাত আর ও বলেন, “এত তাড়াতাড়ি জাতীয় দলে সুযোগ পাওয়ায় আল্লাহ এর কাছে লাখ লাখ শুকরিয়া। যে চ্যালেঞ্জ নিতে পারবে সেই ভালো করবে। চ্যালেঞ্জ নেয়াটা আমার জন্য ও গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জ নিতে পারলে সামনে জাতীয় দলের বড় বড় ম্যাচে ও মাঠে নামতে পারবো আমি “

তাছাড়া এই তরুন ডিফেন্ডার ছোট দলে ও খেলেছেন, অনূর্ধ্ব -১২, অনূর্ধ্ব -১৪, অনূর্ধ্ব -১৫, অনূর্ধ্ব -১৬ তে জাতীয় দলের অধিনায়কত্ব ও করেছেন। তাছাড়া অনূর্ধ্ব -২৩ দলের হয়ে ও খেলেছেন তিনি। সাইফ স্পোর্টিং ইয়াসিন আরাফাতের সাথে ৩ বছর চুক্তি করলে ও, এখন রয়েছে আর ও ২ বছর। জাতীয় দলের ওয়ালী ফয়সালকে আদর্শ মানেন এবং ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলোকে বড় আদর্শ মানেন তিনি।

আর পড়তে পারেন