শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩০, ২০২১
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

সাবেক র্ষ্ট্রাপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কুমিল্লার দাউদকান্দি পৌর বিএনপি।

রবিবার দুপুর ১২টায় উপজেলা সদরের দলীয় কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার বলেন, জাতীয়তাবাদী দলের প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রেও প্রবক্তা ক্ষুদামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও আধুনিক বাংলাদেশের রূপকার। ১৯৮১ সালের ৩০ মে চট্রগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যে হাতে তিনি শহীদ হন। দেশের সর্বস্তরের মানুষের কাছে তিনি শহীদ জিয়া বলেই পরিচিত। আজ আমরা তাকে শ্রদ্ধার সাথে স্বরণ করছি।

দাউদকান্দি পৌরসভা বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি একেএম শাসসুল হক ও সাধারণ সম্পাদক আবুল হাশেম। অন্যান্যদের মধ্য আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি সাহাবুদ্দিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, মহিলা নেত্রী ও সাবেক কাউন্সিলর আইরিন সরকার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামালউদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান খন্দকার, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন মিয়া, ছাত্রদল নেতা লিমন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ।

আর পড়তে পারেন