শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জুন মাসের মধ্যেই চান্দিনাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে -অধ্যাপক আলী আশরাফ এমপি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৩, ২০১৮
news-image

 

মো.শরিফুল ইসলাম, চান্দিনা ঃ
সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি বলেন, ‘চলতি বছরের জুন মাসের মধ্যেই চান্দিনা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে।’

শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার ৬নং বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা ও বাড়েরা ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রবীণ এই সাংসদ আরও বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগানে সারা দেশের প্রতিটি ঘরে বিদ্যুত সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যের উন্নয়ন হয়।’ এজন্য আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে ১০ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে বাড়েরা ইউনিয়নের ৩টি গ্রামে ৬৫ পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদানের মধ্য দিয়ে ওই ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করা হয়।

বর্ধিত সভায় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল হক, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এজিএম মো. নাজমুল হোসেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. রৌশন আলী প্রধান। উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. সেলিম ভূইয়া, বাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, মাধাইয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ্, মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর, জোয়াগ ইউনিয়ন চেয়ারম্যান মো. মেহেদী হাসান তালুকদার, আওয়ামীলীগ নেতা রোস্তম আলী শিকদার, উপজেলা যুবলীগ নেতা মো. মনির হোসেন প্রধান, স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন, পৌর ছাত্রলীগ সভাপতি মো. মোজাম্মেল হক, বাড়েরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জি.এম খাদেমুল বাশার মোমেন প্রমুখ।

আর পড়তে পারেন