রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৩, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে প্রায় ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক নদী রক্ত পেরিয়ে শীর্ষক শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম শিকারপুরী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার)।

অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পিপি  এড.  জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. একেএম আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন হেলাল, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ ইউনুছ ভূইয়া, জেলা পরিষদের সচিব হেলাল উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ প্রমুখ।

জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এস.এম হেদায়েত জানান, কুমিল্লার প্রায়  ১৫০  জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়েছে। সম্মাননার অংশ হিসেবে সম্মাননা পত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্জালনায় ছিলেন  সংগঠক নিজাম উদ্দিন রাব্বী ও রুবেল কুদ্দুস।

আর পড়তে পারেন