বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকার সকল খাল সংস্কার করে হাতিরঝিলের আদলে আনার পরিকল্পনা রয়েছে- এলজিআরডি মন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৭, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ নিশ্চিত করতে ঢাকার সকল খাল সংস্কার করে হাতিরঝিলের আদলে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (২৭ জুন) দুপুরে কাওলা সিভিল এভিয়েশন কবরস্থানের পাশে খননকৃত খালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা মাস্টার প্ল্যান (মহাপরিকল্পনা) প্রণয়ন করেছি। ঢাকার ৩৯টি খালের অস্তিত্ব চিহ্নিত করা হয়েছে। সঠিক নেতৃত্ব যদি থাকে এ সমস্ত জায়গায় হাতিরঝিলের মত করা হবে।

আর পড়তে পারেন