মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতি সেতু থেকে কাচঁপুর পর্যন্ত অচলাবস্থা,ভোগান্তি চরমে

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৮
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
টোলপ্লাজার হয়রানি, কৃত্রিম যানজট সৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
চারলেনের সুবিধা থেকে বঞ্চিত মহাসড়কে চলাচলরত যানবাহনের যাত্রীরা।
প্রতিদিনের ভোগান্তির শেষ নেই। ঈদের পর যানজট কিছুটা হ্রাস পেলেও বিগত
৪/৫ দিন ধরে মহাসড়ক মহাভোগান্তিতে পরিণত হয়েছে। সম্প্রতি সংস্কার কাজ
চলছে মহাসড়কের মেঘনা সেতু সংলগ্ন সড়কে। এখানে প্রতিনিয়ত যানজট লেগে থাকে।
আজ যোগ হয়েছে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের আন্দোলন। ফলে সকাল ৬ টায়
কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোও ৮/৯ ঘন্টা ধরে মদনপুরে আটকে আছে।
অনেকেই হতাশা হয়ে আবার কুমিল্লাই ফিরে আসছেন।

সোমবার বিকেল থেকে এই গুরুত্বপূর্ণ মহাসড়কে যানজট প্রকট আকার ধারণ করেছে।
কুমিল্লা থেকে ঢাকা যেতে কিংবা ফিরে আসতে সময় লাগছে কমপক্ষে ৭/৮ ঘন্টা।
সেই চিত্র আরো প্রকট আকার ধারণ করেছে বুধবার (১ আগষ্ট) ভোর থেকে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের ভবেরচর থেকে কাচঁপুর ব্রিজ পর্যন্ত
মহাসড়ক অচলাবস্থায় রয়েছে। এর প্রভাব কুমিল্লা অংশে না পড়লেও হয়তো বিকেলের
মধ্যে কুমিল্লা অংশেও যানজট শুরু হতে পারে।

স্থানীয় সূত্র জানান, বুধবার সকাল সাড়ে ৮ টায় থেকে যানবাহন ভাঙচুরের
প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকেরা
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
মহাসড়কের দুপাশে যানবাহন চলাচল বন্ধ করে দেন। ঢাকায় ঢুকতে ও ঢাকা থেকে
বের হতে বাধা দেয়া শুরু করেন। এতে করে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বেলা সাড়ে ১১টার দিকে পরিবহন শ্রমিকেরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায়
বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

মারধরের শিকার শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায়
পরিবহন শ্রমিকেরা বিভিন্ন স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ওপর হামলা চালান
এবং তাঁদের মারধর করেন। আমরা কি অপরাধ করেছি। এ হামলা কার স্বার্থে। আমরা
তো গাড়ি ভাংচুর করিনি। যা হবার ঢাকা হয়েছে। এখানে কেন মারধর করা হল ?
গুরুত্বপূর্ণ এ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন
যাত্রীরা। কুমিল্লা সদরের আড়াইওড়া এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান,
সকাল ৬ টায় কুমিল্লা থেকে ঢাকায় রওনা হয়েছিলাম। দুপুর আড়াইটায় মদনপুর
থেকে আবার কুমিল্লা ফিরে যাচ্ছি। ঢাকায় বাস ঢুকতে দেয়া হচ্ছে না। শ্রমিক
আন্দোলন , শিক্ষার্থীদের মারধর ও রাস্তা সংস্কার সব মিলিয়ে গাড়ি আটকে আছে
যানজটে। কুমিল্লায় ফিরছি পায়ে হেটে। সব যানবাহন থমকে আছে।

নারায়ণগঞ্জ এর প্লানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে যানজটে আটকে থাকা
ব্যবসায়ী মান্নান কবির ভূইয়া জানান, ব্যবসায়িক কাজে ঢাকা যাচ্ছি । কিন্তু
মহাসড়কে আটকে আছি ৯ ঘন্টা ধরে। অসহনীয় দুর্ভোগ।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, শ্রমিকদের
নিরাপত্তার দাবিতে সকাল থেকে বাস পরিবহন শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।
নিজেদের জীবনের নিরাপত্তা পেলে নিশ্চয়তা পেলে তবে তারা অবরোধ তুলে নেবেন।
তাঁদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় শতাধিক গাড়ি থাকলেও যানজট
নেই। গোমতি সেতুতে মোটামুটি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিকেলের মধ্যে
শ্রমিক আন্দোলন তুলে না নিলে কুমিল্লা অংশেও যানজট প্রকট আকার ধারণ করবে।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ
জানান, কুমিল্লা অংশে যানজট নেই। তবে ভবেরচর থেকে যানজট প্রকট।

আর পড়তে পারেন